ট্রেনযাত্রীরা পেলেন শরবত, পানি ও স্যালাইন

Passenger Voice    |    ০৫:০৫ পিএম, ২০২৪-০৫-০২


ট্রেনযাত্রীরা পেলেন শরবত, পানি ও স্যালাইন

তীব্র এই দাবদাহে রেলওয়ের যাত্রীদের মাঝে বৃহস্পতিবার খাবার পানি, স্যালাইন ও শবরত বিতরণ করা হয়। এ ছাড়া শিশুদের দেওয়া হয়েছে চকোলেট।

ট্রেনের খবর রাখার ফেসবুক পেজ ‘উপকূল এক্সপ্রেস’-এর পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়। যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে স্বেচ্ছাসেবীরা পেজটি পরিচালনা করেন।

পেজটির অন্যতম উদ্যোক্তা মঈন মিয়া জানান, সকালে উপকূল এক্সপ্রেস ট্রেন আখাউড়া জংশন এলে কার্যক্রম শুরু করা হয়। ট্রেনে হাফ লিটার পানি ও স্যালাইন বিতরণ করা হয়। পরে ভৈরব ও নরসিংদী স্টেশনে অপেক্ষমাণ যাত্রীদের মাঝে শরবত বিতরণ করা হয়। এ ছাড়া ঢাকা থেকে সিলেটগামী জয়ন্তিকা ও ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনে একই কার্যক্রম পরিচালনা করা হয়।

তিনি আরো জানান, ২৫০ পিস হাফ লিটার পানি, ২৫০ পিস এসএমসি ওরস্যালাইন এবং বরফ-ট্যাংক মিশ্রিত পানি এবং ১৫০ পিস চকলেট বিতরণ করা হয়। ট্রেনভিত্তিক ফেসবুক পেজের এটিই প্রথম কোনো উদ্যোগ বলে তিনি দাবি করেন।